2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পুর নিগম নির্বাচনে সিপিআইএম মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত সভায় বিরোধী দলনেতা মানিক সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন পুর নিগম নির্বাচনে বামফ্রন্টের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয় করার লক্ষ্যে আজ রাজধানী আগরতলায় সি পি আই এম দলের পক্ষ থেকে এক সুবিশাল রেলি আয়োজন করা হয় এবং পরবর্তী সময় ওরিয়েন্ট চৌহমুুনি এলাকায় এক সভার আয়োজন করা হয়, এদিনের সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার,সি পি আই এম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধরী, সি পি আই এম এর আহবায়ক নারায়ণ কর সহ সি পি আই এম দলের অন্যান্য নেতৃত্বরা। এই দিন বিরোধী দলনেতা মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরায় সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান অত্যাচারের কথা তুলে ধরার পাশাপাশি মানিক সরকার শনিবার বলেছেন, “আত্মসমর্পণ করা মিডিয়া ব্যক্তিদের একটি খুব ছোট অংশ বিজেপি পার্টি এবং সরকারের নেতৃত্বাধীন আক্রমণ থেকে রেহাই পেয়েছেন। সাংবাদিকরা বিভিন্ন উপায়ে হামলার শিকার হচ্ছেন। এমনকি, তারা মুখোমুখি হচ্ছেন। শারীরিক হামলাও। সংবিধান অবৈধ হয়ে গেছে এবং এমন পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থা শোচনীয়। আমি বলব, ত্রিপুরার এমন অবস্থা গত ৫০ বছরে মানুষ দেখেনি। নির্বাচন কমিশন ব্যর্থ, পুলিশ বিভাগ ব্যর্থ। সর্বত্রই অভাবনীয় পরিস্থিতি। ঘোরাফেরা করছে। বিজেপি জনসাধারণের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু নির্বাচন কমিশন সাধারণত বিজেপির “দুসবাসন” নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। রাজ্যের বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতি গুলো যা পালন করেনি সেগুলো তুলে ধরেন তার পাশাপাশি দেশের মোদি সরকার ও রাজ্যের বিজিপি আইপিএফটি সরকার যেভাবে বঞ্চনা করছে জনগণের সাথে তা তুলে ধরেন।তিনি আরো বলেন পুরোনিগম ও নগর নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য এবং নিজের ভোট নিজে দেওয়ার যদি কোন জায়গায় বাধাদানের সৃষ্টি হয় তাহলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে আটকানো বলে জানান বিরোধী দলনেতা মানিক সরকার। এই দিনের রেলি ও পথ সভায় বাম কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service