2024-12-19
agartala,tripura
রাজ্য

ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে ত্রিপুরার আয়তন ছোট হলেও, জনকল্যাণ ও পরিষেবামূলক ব্যবস্থাপনায় এ রাজ্য অগ্রণী – মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রক্তাল্পতাজনিত কারণে মাত্র পাঁচ বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছেন অষ্টমী সূত্রধর। সে সময়ে উন্নত চিকিৎসার সুযোগ গ্রহনে প্রধান অন্তরায় ছিল তাঁর পারিবারিক আর্থিক অসচ্ছলতা। বর্তমানে মুমূর্ষ রোগীর রক্তের অপরিহার্যতা অনুভব করে নিয়মিত রক্তদান করে চলেছেন তিনি। বিবেকানন্দ বিচার মঞ্চ আয়োজিত মেগা রক্তদান শিবিরে তাঁর ষষ্ঠতম রক্তদানের মাধ্যমে অনন্য নজির স্থাপনের জন্য আড়ালিয়া নিবাসী বীরাঙ্গনা অষ্টমী সূত্রধরকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন উনার নাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠাবেন। শনিবার আগরতলার গুরখাবস্তির পন্ডিত নেহরু কমপ্লেক্স স্বাস্থ্য দপ্তরে উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অমেগা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব খাদি গ্রামোদ্যোগ দপ্তর চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে মেগা রক্তদান শিবিরের আয়োজন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য অতিথিরা। মেগা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনার বক্তব্য রাখতে গিয়ে বলেন ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে ত্রিপুরার আয়তন ছোট হলেও, জনকল্যাণ ও পরিষেবামূলক ব্যবস্থাপনায় এ রাজ্য অগ্রণী। স্থানান্তর কর্মজীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। নাগরিক পরিষেবা প্রদানে, কর্মচারীদের রাজ্যের যেই প্রান্তেই দায়িত্ব ন্যস্ত করা হোক না কেন, তাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে স্বাগত জানিয়ে কর্মক্ষেত্রে দায়বদ্ধতাকে প্রাধান্য দেওয়াই কাঙ্খিত। তাছাড়া কোভিডের সময়ে রাজ্যের স্বাস্থ্য কর্মীরা সমগ্র দেশের সামনে ঝুঁকি পূর্ণ পরিস্থিতিতেও দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে মেগা রক্তদান শিবিরে আয়োজন এক প্রশংশনীয় উদ্যোগ l তাছাড়া এদিন তিনি আরও বলেন কোভিদ পরিস্থিতির সময়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছেন তার অবদান এখনো ভোলার মত নয়,তাই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বাস্থ্য দপ্তর কে নিজের হাতে রেখে দিয়েছেন বলে জানান তিনি। পরিষেশে এদিনের মেগা রক্তদান শিবির পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান অতিথিরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service