2024-12-19
agartala,tripura
রাজ্য

যথাযথ মর্যাদায় কংগ্রেস ভবনে পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মদিন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ইন্দিরা গান্ধী, ভারতীয় রাজনীতিতে এই নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কংগ্রেস হয়তো নিজের অস্তিত্ব হারাতে বসেছে, কিন্তু রাজনৈতিক নেত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং শক্তির অধিকারীণী হিসেবে ইন্দিরা গান্ধীর নাম ভারতের রাজনৈতিক ইতিহাসের আজীবন জ্বলজ্বল করবে। আজ, শুক্রবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে তার থেকে বাদ যায়নি ত্রিপুরা রাজ্য ও শুক্রবার রাজধানী আগরতলা কংগ্রেস ভবনের সামনে প্রাক্তন প্রাতঃ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেসের প্রদেশ সভাপতি বিরাজিত সিনহা,ও কংগ্রেস দলের অন্যান্য কর্মী সমর্থকরা। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কর্মী সমর্থকরা। এদিন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন প্রসঙ্গে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, উনি যে সব কাজ করে গিয়েছেন তা এখনো ভুলার মত নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেভাবে বাংলাদেশকে সাহায্য করেছে তার পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের দিকে ওতিনি বিশেষভাবে কাজ করেছেন তাই উনার জন্মদিনে রাজ্যের আপামর কংগ্রেস কর্মীদের কে অসংখ্য ধন্যবাদ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বিরাজিত সিনহা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service