জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে নিজেদের ছাপ ফেলতে উঠে পড়ে লেগেছে জোড়া ঘাসফুল তৃনমুল। আর এই নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসের বাতাবরন তৈরী করার ছক কষছে তৃনমুল, তারই জেরে গতকাল তৃনমুল আশ্রিত বিরোধী দল সিপিআইএমের দুস্কৃতিদের দ্বারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর বর্বরোচিত আক্রমন এবং প্রানঘাতি হামলা সংঘটিত হয়। রাজ্যের বিরোধী দল সিপিআইএম জনগনের দ্বারা বহিস্কৃত হয়ে বহিরাগতদের আশ্রয় নিয়ে রাজ্যে সন্ত্রাস চালাতে চাইছে কেননা রাজ্য সরকারের উন্নয়নমুলক কাজ তাদের সহ্য হচ্ছে না। তাই রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করে বর্তমান রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে বিরোধীরা। তারই প্রতিবাদে আজ তেলিয়ামুড়া বাজারে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ও কার্যকর্তাদের নিয়ে এক সুবিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজ্য প্রভারী বিনোদ সোনকর, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা কল্যানী রায় এবং বিধায়ক পিনাকী চৌধুরীসহ অন্যান্যরা।
রাজ্য
বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণের প্রতিবাদ মিছিলে মন্ত্রী সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2021-11-18
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this