2024-12-18
agartala,tripura
রাজ্য

কেন্দ্র-রাজ্য যৌথ প্রচেষ্টায় স্টার্ট আপ, স্ব-সহায়ক দল, কৃষি, দুগ্ধ-সহ প্রাথমিক ক্ষেত্রের উল্লেখযোগ্য বিকাশ সাধিত হয়েছে রাজ্য- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ ফিসারী কলেজে কৃষিবিষয়ক বিভিন্ন প্রদর্শনী ও পরিকাঠামোর শুভ সূচনা হয়,উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী Narendra Singh Tomar জী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী Biplab Kumar Deb মহোদয়, মাননীয় কৃষিমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন কেন্দ্র-রাজ্য যৌথ প্রচেষ্টায় স্টার্ট আপ, স্ব-সহায়ক দল, কৃষি, দুগ্ধ, পশুপালন-সহ প্রাথমিক ক্ষেত্রের উল্লেখযোগ্য বিকাশ সাধিত হয়েছে রাজ্যে এবং আত্মনির্ভর পরিবার ও রাজ্য নির্মাণের লক্ষ্যে কৃষকদের আন্দোলনে ব্যাস্ত রাখার বদলে কর্মক্ষেত্রে তাদের সহায়ক অনুকূল সুযোগ সম্প্রসারণ আমাদের অগ্রাধিকারের ক্ষেত্র। উদ্ভাবনী ভাবনায় রাজ্যের যুব উদ্যোগীরা দক্ষতাবর্ধক প্রশিক্ষণের সহায়তায় প্রাথমিক ক্ষেত্রে রোজগারের নয়া দিগন্ত উন্মোচনের পাশাপাশি অন্যদের রোজগার সৃজন করছেন বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service