2024-12-19
agartala,tripura
রাজ্য

রাতের অন্ধকারে শাসক দলের প্রচার সজ্জা নষ্ট দুঃস্কৃতিকারীদের দ্বারা , অভিযোগের তীর বিরোধীদের দিকে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন পুরনিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে প্রচারে এগিয়ে শাসক দল বিজেপি। যৌন সম্পর্ক অভিযান থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার কোন কিছুতেই খামতি রাখছে না শাসক বিজেপি। শাসকদলের প্রচারে জনসাধারণের ব্যাপক সাড়া দেখে নিজেদের আর সামনে রাখতে পারলেন না বিরোধীদলের কার্য কর্তারা। তাই ৭ রামগর বিধানসভার অন্তর্গত দশমীঘাট এলাকায় ৩৬ নং ওয়ার্ডের বুথ অফিসের প্রচার সজ্জা রাতের অন্ধকারে দুঃস্কৃতিরা নষ্ট করে ফেলে। কিছু ফ্লেগ হাওড়া নদীতেও ফেলে দিয়েছে দুঃস্কৃতিরা। আজ সকালে যখন ৩৬ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী নিতু দে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন তখন উনার কাছে খবর আসে কে বা কারা বুধ অফিসের প্রচার সজ্জা নষ্ট করে দিয়েছে বলে এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রার্থী নিতু দে। এদিন তিনি এসে দেখতে পান বুথ অফিসের সমস্ত প্রচার সজ্জা লন্ডভন্ড হয়ে আছে। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান এইভাবে সন্ত্রাসের সহায়তা নিয়ে ভোটকে রোকা যাবে না এবং জয়ীও হওয়া যাবেনা বলে। তাছাড়া এদিন শাসক দলের কর্মীরা বলেন সরকারের উন্নয়নমুলক কর্মসূচী দেখে বিরোধীদের সহ্য হচ্ছে না তাই তারা এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন বলে। তারপর খবর দেওয়া পুলিশ কে। পুলিশ এসে তদন্ত করে যান। এঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service