জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যের গন্ডাছড়ার অত্যন্ত প্রতন্ত অঞ্চলের পঞ্চাশঊর্ধ এক বৃদ্ধা দুরারোগে ভুগছিলেন ,সে জায়গায় অতি দ্রুত এই বৃদ্ধার চিকিৎসা ও অস্ত্রোপচার দরকার ছিল। যা রাজ্যে আগে কখনো হয়নি সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন রাজ্যের চিকিৎসকরা। অস্ত্রোপাচারটি ছিল হিপ্স রিপ্লেসমেন্ট আমাদের হিপসের উপর যে হার থাকে সেই হারটিকে সম্পূর্ণভাবে রিপ্লেসমেন্ট করা। এই অস্ত্রোপাচারটি গতকাল ১৫ই নভেম্বর হয়েছিল এবং এই অসম্ভবকে সম্ভব করে রাজ্যের মুখ উজ্জ্বল করলো বিশিষ্ট চিকিৎসক, নার্স এবং অতি স্টাফরা। মঙ্গলবার সন্ধ্যায় State IEC Bureau, Health & FW ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকের ডাক দেন এবং বৈঠকের মধ্য দিয়ে গতকালের অস্ত্রোপচারের চিকিৎসকদের টিমটিকে সমগ্র রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের এক আধিকারিক।
রাজ্য
রাজ্যের চিকিৎসার ইতিহাসে জুড়লো নতুন পালক , অসাধ্য সাধন করল রাজ্যের চিকিৎসকরা
- by janatar kalam
- 2021-11-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this