জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- কেন্দ্রের বিজেপি সরকার জনবিরোধী বিদ্যুৎ আইন সংশোধনী বিল ২০২১ পার্লামেন্টে পাশ করিয়ে আইনে পরিণত করতে চলছে । বিদ্যুৎ উৎপাদন , বন্টন ও পরিবহন এই তিন ভাগে ভাগ করে একচেটিয়ে পুঁজিপতিদের অধিক মূনাফা অর্জন করার ক্ষেত্রে পরিণত করতে অতি প্রয়োজনীয় এই বিদ্যুৎ – কে সম্পূর্ণরূপে বেসরকারীকরণের উদ্দেশ্যেই এই আইন ৷ কেন্দ্র ও রাজ্য সরকার বিদ্যুৎ – এর উপর থেকে ক্রশ – সাবসিডি তুলে দিয়ে বিদ্যুৎ আরও মহার্ঘ করে তুলবে ৷ এই পরিস্থিতিতে ১০ থেকে ২৫ নভেম্বর বিদ্যুৎ গ্রাহকগণ দেশব্যাপী ঐক্যবদ্ধ প্রতিবাদ পক্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে । তারই অঙ্গ হিসাবে আজ ১৬ নভেম্বর ত্রিপুরা বিদ্যুৎ নিগমের প্রধান দপ্তরের সামনে বিদ্যুৎ গ্রাহকদের এক বিক্ষোভ ধর্ণা সংগঠিত করা হয় ৷ এই বিক্ষোভ ধর্ণায় দাবি উঠে : ১ ) বিদ্যুৎ আইন ২০০৩ এবং তার সংশোধনী বিল -২০২১ বাতিল করতে হবে ৷ ২ ) বিদ্যুৎ – কে পণ্য নয় , পরিষেবা হিসাবে বিবেচনা করতে হবে । ৩ ) প্রি – পেইড মিটার লাগানো চলবে না । ৪ ) তথাকথিত ক্রস – সাবসিডি তুলে দেওয়ার নামে বিদ্যুতের মাশুল বাড়ানো চলবে না । ৫ ) কৃষিতে বিনামূল্যে , বাড়ি – ঘরে ব্যবহারে ২০০ – ইউনিট পর্যন্ত বিনামূল্যে এবং ক্ষুদ্রশিল্প ও ক্ষুদ্র ব্যবসায় এক টাকা ইউনিট দামে বিদ্যুৎ দিতে হবে ৷ ৬ ) অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ আরোপ করা চলবে না । এই দাবিগুলির সমর্থনে বক্তব্য রাখেন ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষে শ্রী সঞ্জয় চৌধুরী, তাছাড়া এদিন তিনি এই দাবিগুলির ভিত্তিতে ধারবাহিক আন্দোলন গড়ে তুলতে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের প্রতি আবেদন জানান ।
রাজ্য
৬ দফা দাবিতে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ ধর্ণা
- by janatar kalam
- 2021-11-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this