2024-12-26
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

হিমানীর প্রচারে ঝড় তুললেন সাংসদ রেবতী ত্রিপুরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৯নং বনমালিপুর এর অন্তর্গত, জনজাতি সংরক্ষিত আসন ২২নং ওয়ার্ডে, আগরতলা পৌরনিগমের বিজেপি প্রার্থী হিমানী দেববর্মার সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করেন সাংসদ তথা জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি রেবতী ত্রিপুরা। মঙ্গলবার বনমালী পুর এলাকায় বাড়ি বাড়ি প্রচার গিয়ে যেরকম সাড়া পাচ্ছেন তাতে বুঝে গিয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী হিমানি দেববর্মা পৌর নির্বাচনের জয়লাভ করবেন। সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন ঈমানী দেববর্মা বিগত 10 বছর ধরে পৌরনিগমের কাজ করে আসছেন তার পাশাপাশি তিনি সমাজ সেবায় নিয়োজিত যার কারণে এলাকার জনগণ প্রতিনিয়ত আমাকে ভালোবাসেন তাই নির্বাচনে জয় নিয়ে কোন দ্বিধা বোধ নেই তিনি আরো বলেন বিগত বাম আমলে পৌরনিগমের অবস্থা খুবই খারাপ ছিল উন্নয়নের ছিটেফোঁটা পড়েনি তাই বর্তমান রাজ্য সরকার যেভাবে কাজ করছি তাতে করে পৌরনিগমের নির্বাচনের জয় লাভ করলে পরে আরো বেশি কাজ করতে পারবে বলে জানান সাংসদ রেবতী ত্রিপুরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service