জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশকে ব্রিটিশ শাসনে ছেদ টানতে এবং দেশকে স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জাতির জনক মহাত্মা গান্ধির সঙ্গে একটি বৈঠকের পরেই তিনি প্রথম বিপ্লবের মন্ত্রে অনুপ্রাণিত হন। এবং স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভাবে অংশ নেন। এর জন্য তাঁকে ন’বার জেলবন্দি হতে হয়েছিল। যদিও রাজশক্তির এই অত্যাচার নেহেরুকে দমাতে পারেনি। দেশ স্বাধীন হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হবার পর তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৬৪ সালে মৃত্যুর আগে পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন। রবিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় প্রদেশ কংগ্রেস ভবনে। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃত্বসহ কার্যকর্তারা। এদিন প্রদেশ কংগ্রেস নেতা গোপাল রায় সংবাদমাধ্যমের সামনে আধুনিক ভারত গড়া এবং ভারতবর্ষকে উন্নতির দিকে নিয়ে যেতে জওহরলাল নেহেরুর অবদান তুলে ধরেন।
এদিনের কর্মসূচিতে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
রাজ্য
যথাযথ মর্যাদায় পালিত হল প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন
- by janatar kalam
- 2021-11-14
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this