2024-11-17
agartala,tripura
রাজ্য

আবাস যোজনা ঘরের জন্য ৭০ হাজার টাকা ঋন দেবে সরকারঃ- উপ মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা ঘর পাবে তাদেরকে ব্যাংকের মাধ্যমে রাজ্য সরকার 70 হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে,যার জন্য কোন শোধ দিতে হবে না, এছাড়া সুবিধাভোগীকে 95 দিন পর্যন্ত রেগার কাজ দেওয়া হবে, পাশাপাশি ঋণের ব্যবস্থা রাখা হয়েছে এস এইচ জি গ্রুপগুলোর কাছ থেকেও,শনিবার মহাকরণে এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন,উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তর মন্ত্রী সুশান্ত চৌধুরী।এদিন উপমুখ্যমন্ত্রী আরও জানান, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন,নতুন এই প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার জন্য, প্রধানমন্ত্রীর এই বিশেষ প্যাকেজ শুধুমাত্র আসাম ও ত্রিপুরা রাজ্যের জন্য দেওয়া হয়েছে,যেটা সারা ভারতবর্ষে রেকর্ড সৃষ্টি করতে চলেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service