জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে এ বছর মোট 28584 জন ছাত্র ভর্তি হয়েছে যা গত বছরের তুলনায় অনেক বেশি। আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এ তথ্য জানান। এদিন তিনি বলেন যে 2019-20 শিক্ষাবর্ষে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে 18324 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। 2020-21 শিক্ষাবর্ষে 18700 শিক্ষার্থী এবং এ বছর 24584 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাছাড়া এদিনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার টার্ম 1 এবং টার্ম 2 পর্বে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন যে এর অর্থ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা 15 ডিসেম্বর 2021 থেকে 7 জানুয়ারী 2022 পর্যন্ত 1 টার্মে হবে এবং টার্ম 2 এ, মাধ্যমিক পরীক্ষা 16 ডিসেম্বর 2021 থেকে 29 ডিসেম্বর 2021 পর্যন্ত হবে।
তাছাড়া তিনি আরও বলেন, ইতিমধ্যে মোট সিলেবাসের ৩০% কমিয়ে দেওয়া হয়েছে। বাকি 70 শতাংশের মধ্যে 35% সিলেবাস পরীক্ষায় অংশ নেবে। করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী এপ্রিলে টার্ম 2 পরীক্ষা নেওয়া হবে বলে জানান।
রাজ্য
এ বছর সাধারণ কলেজে মোট ২৮৫৮৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে- রতন লাল নাথ
- by janatar kalam
- 2021-11-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this