2024-12-15
agartala,tripura
রাজ্য

শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে জয়েন্ট মুভমেন্ট কমিটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বুধবার আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হন জয়েন্ট মুভমেন্ট কমিটি।বিগত ২০ মাস যাবত ধরে চাকরীচ্যুত শিক্ষকরা বঞ্চনার শিকার হয়ে আসছেন। রাজ্যের বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করেননি এই পর্যন্ত 112 জন চাকরীচ্যুত শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়েছেন তারপরও রাজ্য সরকারের শিক্ষা দপ্তর চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের জন্য কোন উদ্যোগ নিচ্ছেন না। চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড সিজ করে রেখেছেন যার কারণে তারা অন্য কোন চাকরির জন্য ইন্টারভিউ মুখি হতে পারছেন না। রাজ্য সরকারের এই ধরনের কারণের চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা বিশেষভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছেন চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা চাইছেন তারা যেন স্কুলমুখী হতে পারে তার জন্য রাজ্য সরকার তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করুক তারই পরিপ্রেক্ষিতে বুধবার শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট তাদের দাবি সমূহ নিয়ে ডেপুটেশনে মিলিত হন এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় জয়েন্ট কমিটির নেতৃত্বে জানান বাইট শিক্ষা দপ্তর যদি তাদের দাবি সমূহ নিয়ে সুরহা না করেন তাহলে তোর আগামী দিনে রাজ্যজুড়ে আন্দোলন গড়ে তুলবে বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service