জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মদ বিরোধী অভিযানে বড় সাফল্য মহারাজগঞ্জ ফাড়ির পুলিশ। জানা যায় মঙ্গলবার মহারাজগঞ্জ ফাঁড়ির ওসি মঙ্গেশ পাটারির নেতৃত্বে পুলিশ বাহিনী মদ বিরোধী অভিযানে নেমে প্রথমে মহারাজগঞ্জ বাজার থেকে একজনকে আটক করে তার পরে মহেশখলা বাজারের বাই পাস থেকে ১৫০ থেকে ২০০ লিটার দেশি মদ সহ ২ জন কে আটক করে মহারাজগঞ্জ ফাড়ির পুলুশ। তারপর তাদেরকে গ্রেপতার করে ফাঁড়িতে নিয়ে আসে। এদিন সংবাদমাধ্যমকে ফাড়ির ওসি মুঙ্গেশ পাটারী এই ধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে বলে জানান।
রাজ্য
মাদক দ্রব্যসহ ৩ জনকে আটক করলো মহারাজগঞ্জ ফাড়ির পুলিশ
- by janatar kalam
- 2021-11-09
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this