স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারী বৃন্দের দ্বারা এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানীর আই জি এম হাসপাতালের সামনে । তাদের দাবি স্বাস্থ্য ক্যাজুয়াল ওয়ার্কার পদে কর্মরত ডি আর ডব্লিউ ও ডি আর বি দের নিয়মিতকরণ করা , চাকুরীরত অবস্থায় মারা যাওয়া অনিয়মিত কর্মীর পরিবারের লোকজনদের চাকুরী দেওয়া ও অবসরে যাওয়া অনিয়মিত কর্মীদের এককালীন পেনশন অথবা আর্থিক সাহায্য প্রদান করা ।
janatar kalam Blog রাজ্য ৩ দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ সমাবেশ করল স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারী বৃন্দ
Leave feedback about this