2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

যথোপযুক্ত পরিবেশ ও স্বনির্ভর ভবিষ্যৎ নিশ্চয়তা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পুরুষদের মত মহিলাদেরও সমস্ত ক্ষেত্রে সমান অংশীদারিত্ব তৈরির লক্ষ্যে মহিলাদের নিরাপদ এবং যথোপযুক্ত পরিবেশ ও স্বনির্ভর ভবিষ্যৎ নিশ্চয়তা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ। মাতৃতান্ত্রিক ভারতে মহিলাদের অবস্থান সম্মানজনক। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত স্বর্ণিম বিজয় মশাল স্বাগত সমারোহ অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া যারা রাষ্ট্রহিতে আত্মউৎসর্গ করেছেন তাঁদের পরিবারকে ও দেশ মাতৃকার সেবায় অনবদ্য অবদান রেখেছেন এমন বেশ কজনকে সম্মাননা জ্ঞাপন করেন তিনি। পাশাপাশি এদিন তিনি আরও বলেন পাকিস্তানের আক্রমণের নিশানা থেকে আগরতলার রক্ষার্থে সাহসী পদক্ষেপের দ্বারা বলিষ্ঠ অবদান রেখেছিলেন মরণোত্তর পরমবীর চক্র সম্মানে ভূষিত ল্যান্স নায়েক এলবার্ট এক্কা। তাঁর সুপুত্রকে সম্মান জানাতে পেরে আমি আনন্দিত। এই বীর সন্তানের পরিবারকে সম্মাননা স্বরূপ এক লক্ষ টাকা অর্থরাশি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১৯৭১ সালের যুদ্ধে ভারতের গৌরবময় বিজয় স্মরণ স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নয়াদিল্লি থেকে সূচনা হওয়া স্বর্নিম বিজয় মশালে ত্রিপুরায় স্বাগত জানাই। এলবার্ট এক্কার নামাক্তিত পার্কটির আধুনিককরণে দ্রুততার সঙ্গে কর্ম পরিকল্পনা রূপায়িত হচ্ছে বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service