2024-12-18
agartala,tripura
রাজ্য

রাজধানীর জগন্নাথ জিও মন্দিরে আয়োজিত হল অন্নকূট উৎসব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অন্নকূট জগন্নাথ বাড়ি মন্দিরে। অন্যান্য বছরের ন্যায় এবারও অন্নকূটের আয়োজন করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোভিড মহামারীর কথা চিন্তা করে খুব স্বল্প পরিমাণে এই আয়োজন করা হয় বলে জানান জগন্নাথ বাড়ির মহারাজ ভক্তি কমল। প্রধাণত বৈষ্ণবদের উৎসব হলেও অনেক শাক্ত পরিবারে ও মন্দিরে এর চল আছে। এ পুজোর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনি। বৃন্দাবনবাসীরা ৫৬ রকম পদের ভোগ দিয়ে বৃষ্টির দেবতা ইন্দ্রের পুজো করত। গোকুলে থাকার সময়ে কৃষ্ণ একবার বৃন্দাবনবাসীকে ইন্দ্রপূজা করতে নিষেধ করেন। কৃষ্ণের যুক্তি ছিল, শস্য উৎপাদন ইত্যাদির জন্য ইন্দ্রের পুজো করার থেকে পশু ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়া বেশি দরকারী। গোকুলবাসী কৃষ্ণকে শুধু তাদের নেতা বলেই মানত না, সাক্ষাৎ দেবতা হিসেবেই ভক্তি করত। তাই কৃষ্ণের উপদেশ অনুসারে তারা সেই বছর ইন্দ্রের পুজো বন্ধ করে দেয়। এতে দেবতা ইন্দ্র রেগে গিয়ে বৃন্দাবনের উপরে মুষলধারে বর্ষণ করেন,প্রবল বর্ষণে বৃন্দাবন ভেসে যাবার উপক্রম হলে, বৃন্দাবনবাসীদের ওই বিপদ থেকে রক্ষার জন্য কৃষ্ণ গোবর্ধন পর্বতকে বৃন্দাবনের উপরে ছাতার মতো করে ধরে থাকেন। ইন্দ্র পরাজিত হন। তার পর থেকে কৃষ্ণের নির্দেশে বৃন্দাবনবাসী কার্তিক মাসে অমাবস্যার পরদিন ‘গিরি গোবর্ধন’-এর পুজো আরম্ভ করে। সেই পুজোই অন্নকূট উৎসব আগরতলা সহ রাজ্যের জগন্নাথ মন্দিরে এ আয়োজন করে থাকেন এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলার জগন্নাথ জিউ মন্দিরের ভক্তিকমল মহারাজ সংবাদমাধ্যমকে অন্নকূট উৎসবের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ভগবান শ্রী কৃষ্ণের নানান লীলা কাহিনী তুলে ধরেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service