2024-12-15
agartala,tripura
রাজ্য

প্রতিমন্ত্রী তথা রাজ্য সাংসদ প্রতিমা ভৌমিক দীপাবলি উপলক্ষে আগরতলা স্থিত আখড়া বর্ডার সীমান্তে চেকপোষ্টের জওয়ানদের মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রতিমন্ত্রী তথা রাজ্য সাংসদ প্রতিমা ভৌমিক দীপাবলি উপলক্ষে আগরতলাস্থিত আখাউড়া বর্ডার সীমান্তে চেকপোষ্টের জওয়ানদের মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেন এবং ভারত বাংলা সীমানায় প্রদীপ জ্বালিয়ে দীপাবলীর শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি এদিন রাজ্য সাংসদ প্রতিমা ভৌমিক বাংলাদেশের জওয়ানদের হাতেও মিষ্টি তুলে দেন। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন জওয়ানরা সারা বছর আমাদের সুরক্ষার জন্য নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে দেশের সীমানায় দাঁড়িয়ে নিজেদের দায়িত্ব পালন করে চলছেন দীর্ঘদিন ধরে। তাই তাদের উদ্দেশ্যে বলেন যে এনারা ঘর থেকে দূর নন এখানে এনাদের জন্যে মা, বোন, ভাই সব রয়েছে তাই সবাই মিলে এই আনন্দের মূহুর্তকে উপভোগ করার জন্য উনার এখানে আসা বলে মত প্রকাশ করেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service