জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- হাতেগোনা গুনা আর মাত্র কয়েকটি দিন তারপরেই পুর নিগম ও নগর পঞ্চায়েতের ভোটযুদ্ধ। সেদিকে লক্ষ রেখেই জোর প্রচার চালিয়ে যাচ্ছে শাসক, বিরোধী উভয় দল। এক সূচ জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী উভয়ই। নিজেদের জয় নিশ্চিত করতে জনদোয়ারে শাসক বিরোধী দলের মনোনিত প্রার্থীরা। তারই পরিপ্রেক্ষিতে আজ আগরতলা পৌরনিম এর ২৮ নং ওয়াড এর সিপিআইএম মনোনিত পার্থি সমর চক্রবর্তী উনার এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন এবং মানুষের সুবিধা অসুবিধার কথা শুনলেন ও তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
রাজ্য
ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী সমর চক্রবর্তী
- by janatar kalam
- 2021-11-04
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this