2025-01-02
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পুর নিগম নির্বাচনের সবকটি আসনে প্রার্থী দিল তৃণমূল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে শাসক বিজেপিকে পরাস্ত করে রাজ্যকে নতুনভাবে ঢেলে সাজানোর স্বপ্ন নিয়ে পুরনিগম নির্বাচনে সবকটি আসনে প্রার্থী দিল তৃণমূল। তারই পরিপ্রেক্ষিতে বুধবার সুসজ্জিত বিশাল মিছিলের মধ্য দিয়ে প্রার্থীদের কে নিয়ে সদর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হল। এদিন তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির সদস্য সুবল ভৌমিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ চালানো হচ্ছে এবং প্রার্থীদের বাড়িতে গিয়ে তাদের ছেলেমেয়েদের উপর আক্রমণ করা হয়েছে তারপরেও মৃত্যুভয় উপেক্ষা করে মনোবল নিয়ে লড়াই করার জন্য মাঠে নেমেছেন প্রার্থীরা, তা এখান থেকেই একটি নতুন ইতিহাস গড়ে উঠেছে বলে মত প্রকাশ করেন। তাছাড়া রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস আগামী দিনেও লড়াই চালিয়ে যাবেন বলে জানান। এ দিনের মিছিলে তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব, ডঃ শান্তনু সেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির সদস্য সুবল ভৌমিক অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service