2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

একত্রে লড়াই করার উদ্দেশ্যেই আই এন পি টি ও এন সি টির সংযোগসাধন

রাজধানীর কৃষ্ণনগরস্থিত দশরথ দেব ভবনে আয়োজিত হয় আই এন পি টি ও এন সি টির সংযোগসাধন অনুষ্ঠান । এদিনের অনুষ্ঠানে এন সি টি , আই এন পি টি দলের সাথে যুক্ত হয় এই মিলনের ফলে আই এন পি টি নাম আই এন পি টি ইউনাইটেড হয়েছে । এদিন এন সি টি নেতা অনিমেষ দেববর্মা বলেন যে আজকের এই অনুষ্ঠানে এন সি টি , আই এন পি টি দলে যোগদান করেছে ব্যাপারটা এমন নয়, একত্র হয়ে লড়াই করার উদ্দেশ্য নিয়েই এই দুই দলের সংযোগসাধন বলে জানান তিনি ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service