জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- জল্পনার অবসান ! অবশেষে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে তেলিয়ামুড়া পুর পরিষদের মোট ১৫ টি ওয়ার্ডের প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করা হয় আজ সোমবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে । উল্লেখ্য, এইদিকে আর মাত্র ৪৮ ঘন্টা বাকি রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় । কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের বর্তমান শাসক দল “BJP” রাজ্য নির্বাচন কর্তৃক ঘোষিত পুর ভোটের প্রার্থী তালিকার মনোনয়ন পত্র জমা দিতে পারে নি । সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে গত শুক্রবার রাজ্যের প্রধান বিরোধী দল “CPIM” দলের মনোনয়ন পত্র জমার পাশাপাশি আজ সোমবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেলিয়ামুড়া পুর পরিষদের মোট ১৫ টি ওয়ার্ডের প্রার্থী তালিকার মনোনয়ন পত্র জমা দেওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের কার্যালয়ে মহকুমা শাসক মহম্মদ সাজ্জাদ পি’র হাতে বর্তমান করোণা অতিমারির সমস্ত প্রশাসনিক নির্দেশিকাকে মান্যতা দিয়ে । তবে আজ তথা সোমবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের এই মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রূখতেই সকাল ৯ টা থেকেই তেলিয়ামুড়ার চাকমাঘাট স্থিত মহকুমা শাসকের অফিস কার্যালয় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব সহ বিশাল আরক্ষা বাহিনী দিয়ে মোতায়েন করা হয় । পরবর্তীতে এইদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়ার তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা আইনজীবী গৌরি শঙ্কর রায় এক সাক্ষাৎকারে জানান, সুষ্ঠু ও সম্পন্ন অবাধ নির্বাচনে তেলিয়ামুড়া বাসীর আশীর্বাদ পেলে আসন্ন পুর ভোট নির্বাচনের ফলাফলে ২৮ শে নভেম্বর গণ-দেবতার রায়ে তেলিয়ামুড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নিশ্চিত ১০০ শতাংশ জয়ী হবে । এখন মূলতঃ এটাই দেখার বিষয় যে, আসন্ন ২৮ শে নভেম্বর পুর ভোট গণনার বাক্সে গণ-দেবতার রায় কোন দিকে যায়-সেটা মূলতঃই এখন সময়ের অপেক্ষা !!
রাজ্য
তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে তেলিয়ামুড়া পুর পরিষদের মোট ১৫ টি ওয়ার্ডের প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করা হয়
- by janatar kalam
- 2021-11-01
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this