রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনিষ্ঠিত গুরুজী কনফারেন্স হলের সামনে ৫ দফা দাবি নিয়ে ৪৮ ঘন্টার গন-বস্থানে বসল ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন। এদিনের গন-বস্থান থেকে সংগঠনের সভাপতি বিমল সাহা বলেন রাজ্য সরকার তাদের উদ্ধারের কোন পথ খুঁজে পাচ্ছেন না ,আগামী ১৬ই মার্চ সর্বোচ্চ আদালতে ১০৩২৩ এর যে শুনানি আছে সেখানে রাজ্য সরকার তাদের কিভাবে সাহায্য করেন সেটা দেখার বিষয় । তাদের দাবি অতি শীঘ্রই তাদের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করা , সমস্ত সুযোগ সুবিধাসহ তাদের চাকরিতে পুনর্নিয়োগ করা এবং তাদের মধ্যে যারা মারা গেছেন তাদের পরিবার পরিজনদের আর্থিকসহ সমস্ত রকমের সাহায্য প্রদান করা ।
রাজ্য
রাজ্য সরকার কোন পথ খুঁজে পাচ্ছেন না : বিমল সাহা
- by janatar kalam
- 2020-03-14
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this