জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আসন্ন পুরো নিগম নির্বাচনী প্রচারে শাসকদল এর প্রার্থী হিমানি দেববর্মা জোর প্রচার চালিয়ে যাচ্ছেন। তারই অঙ্গ হিসেবে সোমবার আসন্ন পৌরনিগম নির্বাচনে ২২নং ওয়ার্ডের বি জে পি মনোনীত প্রার্থী হিমানি দেববর্মা বাড়ি বাড়ি প্রচারে বের হয়, এবং সাধারণ জনগনের কাছে রাজ্য সরকারের তিন বছরের যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচিগুলো করেছেন সেই সম্পর্কে জনগণকে বলেন। হিমানি দেববমা ২২ নং ওয়ার্ডের সাধারণ জনগনের নিকট আবেদন করেন এলাকার শান্তি সম্প্রীতি উন্নয়নের জন্য বি জে পি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করার জন্য। এই দিন বি জে পি প্রার্থী হিমানী দেববমা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন বর্তমান শাসক দল তিন বছরের সময়ে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো জনগনের জন্য করেছেন এবং আগামী দিনে আরো কাজ জনগনের জন্য করবেন বলে জানান তিনি তার পাশাপাশি তিনি আরো বলেন বিগত 10 বছর ধরে কাউন্সিলার ছিলেন হিমানি দেববর্মা সে সময়ে রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল তারমধ্যেও এলাকার উন্নয়নমূলক কাজের জন্য লড়াই করে কাজ করতে হয়েছে কিন্তু বর্তমান শাসক বিজেপি দল থাকায় তিনি আরো বেশি কাজ করতে পারবেন বলে জানান এবং তার জয় নিয়ে 100 শতাংশ নিশ্চিত বলে জানান বিজেপি প্রার্থী হিমানি দেববর্মা।
রাজ্য
নির্বাচনে জয়ের লক্ষে জনদোয়ারে বিজেপি প্রার্থী হিমানি দেববর্মা
- by janatar kalam
- 2021-11-01
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this