2024-12-18
agartala,tripura
রাজ্য

ত্রিপুরা সুন্দরী শ্যামা মায়ের সংগীত মুড়ক উন্মোচন

জনতার কলম ত্রিপুরা আগরতলা ত্রিপুরা প্রতিনিধি :-সোমবার আগরতলার প্রেসক্লাবে শক্তিপীঠ এিপুরাসুন্দুরী শ্যামা মায়ের সংগীত এর মূড়ক উন্মোচন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজ ভ্যানগার্ডের কর্নধার সেবক ভট্টাচার্য। এদিন এিপুরা সুন্দরী মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবতী,ও অনুষ্ঠানের প্রধান অতিথি এিপুরাসুন্দরী শ্যামা মায়ের সংগীত এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন নিউজ ভ্যানগার্ডের কর্ণধার সেবক ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন এই সঙ্গীত পরিবেশন রাজ্যের রিলিজিয়াস ট্যুরিজম কে আরো এগিয়ে নেওয়ার একমাত্র প্রয়াস বলে মনে করেন বলে, তাই তিনি এই সঙ্গীতটি কে শেয়ার করে রাজ্যের রিলিজিয়াস ট্যুরিজম কে দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার আবেদন রাখেন রাজ্যের আপামর জনসাধারণের কাছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি সেবক ভট্টাচার্য বিশেষ অতিথি সুমন ভট্টাচার্য সহ অন্যান্যরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service