2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

না ফেরার দেশে চলে গেলেন বিজন ধর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত হলেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭১ বছর। দীর্ঘ সময়ের লড়াকু নেতা ছিলেন বিজন ধর। তিনি দীর্ঘ কয়েক দশক বামফ্রন্টের সাথে জড়িত হয়ে দলের ও মানুষের স্বার্থে কাজ করে গেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। জিবি কোভিড সেন্টারে চিকিৎসার পর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায়, পরবর্তী সময় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত ছিলেন বিজন ধর। সোমবার ভোর চারটা সাত মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তাতে শোকের ছায়া নেমে আসে সিপিআইএম কর্মী-সমর্থকদের মধ্যে। বামফ্রন্টের আহবায়ক বিজন ধরের মৃত্যুতে আগামী দিনে দলের জন্য একটা খারাপ পরিস্থিতি তৈরী হবে বলে তা বলাই বাহুল্য ।তবে দলের সূত্রে খবর সোমবার বিকেলে বিজন ধরের মৃতদেহ রাজ্যে নিয়ে আসা হবে। মেলার মাঠ স্থিত রাজ্য কার্যালয় থেকে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service