জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অহিংসার পূজারী জাতির জনক মহাত্মা গান্ধীজীর পূন্য জন্মজয়ন্তীতে আগরতলা সার্কিট হাউজ স্থিত গান্ধী জীর মর্মর মূর্তিতে পুষ্পস্তবক ও মাল্যদান করেন রাজ্যের শ্রম মন্ত্রী ভগবান দাস। এদিন শ্রী দাস সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানান গান্ধীজীর স্বপ্নগুলো সত্যি করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে তারমধ্যে যেমন স্বচ্ছ ভারত অভিযান ইতিপূর্বে সারাদেশ এই কাজে হাত লাগিয়েছে এবং এই স্বচ্ছ ভারত অভিযান আগামী দিনে একটা নির্মল এবং নতুন ভারতবর্ষ গর্বে বলে তিনি মনে করেন পাশাপাশি তিনি আরো বলেন যে গান্ধীজী সবসময় গ্রামকে উন্নয়ন করার কথা বলছিলেন, স্বাভাবিক গ্রাম উন্নয়ন হলে শহর এমনিতেই হয়ে যাবে তাই এখন প্রধানমন্ত্রী এই কাজগুলোর উপর জোড় দিয়েছেন বলে তিনি জানান।
রাজ্য
মহাত্মা গান্ধীর স্বপ্নগুলো দেশের প্রধানমন্ত্রী পুরণ করছেন : ভগবান
- by janatar kalam
- 2021-10-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this