জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উদযাপন এই উপলক্ষে
সেবা ও সমর্পণ অভিযানের অংশ হিসাবে ভারতীয় জনতা যুবমোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আজ প্রদেশ কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়,
উক্ত শিবিরে উপস্থিত ছিলেন
মাননীয় প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা মহোদয় সহ প্রদেশ যুবমোর্চার কার্যকর্তাগণ। এদিন বিজেপি প্রদেশ সভাপতি মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখী হয়ে জানান যুবমোর্চার এইধরণের কর্মসূচি সাধারণ মানুষের সেবায় আসবে রক্তের স্বল্পতা মেটাতে যুবমোর্চার উদ্যোগে রাজ্যের ৭১টি জায়গায় চলছে এইধরণের রক্তদান কর্মসূচি। পাশাপাশি তিনি এই কর্মসূচি থেকে আশা ব্যক্ত করে বলেন আগামীদিনে রক্তের স্বল্পতা মেটাতে অনেকটা সাহায্য করবে বলে মনে করেন তিনি ।
রাজ্য
যুবমোর্চার উদ্যোগে সারা রাজ্যে ৭১টি স্থানে রক্তদান শিবির
- by janatar kalam
- 2021-09-30
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this