জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রিপসেট বিশ্ব ফার্মাসিস্ট দিবসকে সামনে রেখে ছাত্রী আবাসের শিলান্যাস হলো আজ । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও অন্যানরা । মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন বিগত দিনের ছাত্র স্বল্পতা, ভবিষ্যত অনিশ্চিয়তা কাটিয়ে সাফল্যের পথে এগিয়ে চলেছে রিপসেট। বর্তমানে সঠিক ব্যবস্থাপনার ফলে রাজ্যের বাইরের বহু ছাত্রছাত্রীরা এখানে শিক্ষা গ্রহণে আগ্রহী। এখন এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য ওয়েটিং লিস্টে থাকতে হয়। স্পিড ও স্পিরিট লক্ষ্য অর্জনের পথে চালিত হতে সহায়তা করে। আজকের ছাত্র ছাত্রীদের হাতেই আগামীর দায়িত্ব। আর এই প্রজন্মের উজ্জ্বল স্বনির্ভর ভবিষ্যৎ নির্মাণের সুযোগ তৈরীর লক্ষ্যে একাধিক ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।পূর্বোত্তরের বিকাশে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে, এক নতুন দিশায় চলার পথে গতি সঞ্চারিত হয়েছে। এরই অঙ্গ হিসেবে এই প্রতিষ্ঠানে পূর্বোত্তরের অনেকেই যুক্ত। ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ স্বনির্ভরতা ও নিশ্চিত উপার্জনের পথকে মসৃন করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি বিশেষ উল্লেখযোগ্য। স্বাস্থ্য ক্ষেত্রের পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নে একাধিক ইতিবাচক পদক্ষেপ গৃহীত হয়েছে। বেড়েছে রোজগারের সুযোগও। বর্তমানে জনকল্যাণমুখী বিভিন্ন ক্ষেত্রের কাজে দ্রুততার লক্ষ্যে অধিকারিকদের কাজের সুষ্ঠু পরিবেশ তৈরী হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ।পাশাপাশি আজ রিপসেট আয়োজিত অনুষ্ঠানে লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড দেওয়া হয় অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট শ্রী মনোরঞ্জন নাহাকে। তাঁর পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন তাঁর ছেলে।
রাজ্য
সাফল্যের পথে এগিয়ে চলেছে রিপসেট : মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2021-09-25
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this