জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যথা যত মর্যাদায় রাজধানীর বিজেপির সদর কার্য্যালয়ে পালিত হলো একাত্ম মানবতাবাদের প্রণেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৫তম জন্ম শতবার্ষিকী ।মহান জাতীয়তাবাদী, অসামান্য সংগঠক, অন্ত্যোদয় এবং একাত্ম মানবতাবাদের প্রবর্তক ছিলেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়। তিনি (২৫ সেপ্টেম্বর ১৯১৬ – ১১ ফেব্রুয়ারি ১৯৬৮) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ডানপন্থী হিন্দুত্ববাদী মতাদর্শ দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) এর অগ্রদূত, এবং ভারতীয় জনসংঘ, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা। ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি-কুর্তা এবং টুপি পরে সিভিল সার্ভিসেস পরীক্ষার হলে উপস্থিত হওয়ার জন্য তিনি পণ্ডিতজি নামেও পরিচিত ছিলেন। উপাধ্যায় ১৯৪০-এর দশকে হিন্দুত্ববাদী আদর্শ প্রচারের জন্য আরএসএসের সাথে জড়িত থাকার পরে রাষ্ট্র ধর্ম মাসিক প্রকাশ শুরু করেছিলেন। [৩] ১৯৬৭ সালের ডিসেম্বর থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি সংক্ষেপে বিজেএসের সভাপতি ছিলেন। তিনি ১৯৬৩ সালে লোকসভা নির্বাচন লড়েছিলেন এবং হেরেছিলেন। ১৯৬৮ সালের ফেব্রুয়ারিতে তিনি মুঘলসরাই জংশন রেলস্টেশনের কাছে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। [৪] তাঁর মৃত্যুর ৫০ বছর পরে,২০১৮ সালে এই রেলস্টেশনটির তার নামে নামকরণ করা হয়। তবে এক কথায় আধুনিক ভারতের মার্গ দর্শক ও মহান রাষ্ট্রভক্ত কর্মযোগী হিসেবে তিনি অমর হয়ে রয়েছেন।
রাজ্য
একাত্ম মানবতাবাদের প্রবর্তক পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৫তম জন্মশতবার্ষিকী পালন
- by janatar kalam
- 2021-09-25
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this