2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পার্কিং নিয়ে সচেতনতা বাড়াতে রাজ্যে হচ্ছে পার্কিং জোন ও ওয়েটিং জোন

সংবাদপত্রের মাধ্যমে রাজ্যের মানুষের মধ্যে পার্কিং নিয়ে সচেতনতা আনার চেষ্টা করলেও সে জাগায় ব্যার্থ রাজ্যের প্রশাসন । এনিয়ে আজ রাজধানীর অফিস লেন এলাকা পরিদর্শনে যান পুর কমিশনার শৈলেশ কুমার যাদব। তিনি জানান আগরতলা শহরের প্রতিটি জাগায় নির্মাণ করা হবে পার্কিং জোন এবং ওয়েটিং জোন , পাশাপাশি তিনি আরো বলেন আগামী এক থেকে দেড় মাসের মধ্যে রাজ্যের মানুষ দেখতে পাবে বিভিন্ন জাগায় পার্কিং জোন ও ওয়েটিং জোন। পার্কিং জোন এর বাইরে যদি কোন বাইক বা গাড়ি থাকে তাহলে সেটা ট্রাফিক পুলিশ জব্দ করে নিতে পারে বলে জানান তিনি ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service