জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ আবারো ঝরে গেলো এক ১০৩২৩ শিক্ষক। নাম প্রয়াত লিটন দাস(৩৮), বাড়ি এডি নগর শঙ্করাচার্য বিদ্যালয়ের পাশে। চাকুরীচ্যুতির ফলের মানসিক অশান্তি ভোগান্তির ফলেই তার মৃত্যু বলে জানান পরিবারের লোকজন। এদিন প্রয়াত শিক্ষক লিটন দাসের মা সংবাদ মাধ্যমকে জানান সব রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথের কারণে হয়েছে বলে অভিযোগ আনেন কেননা তিনি সকালে এক বিকেলে এক কথা বলেন বলে মন্তব্য করেন , তারপর রতন লাল নাথের বক্তব্য অনুযায়ী ১০৩২৩ শিক্ষকরা শিক্ষকতার যোগ্য নন তার জবাবে প্রয়াত শিক্ষকের মা বলেন রতন লাল নাথ নাকি নকল বিদ্যা অবলম্বন করে পাশ করে এসেছেন। তাছাড়া তিনি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এক হাত নিয়ে বলেন এভাবে ত্রিপুরা চলবেনা , এবং এখন আমি কোন কিছু বলতে দ্বিধা বোধ করবো না।
রাজ্য
অকালে ঝরে গেলো আরো এক ১০৩২৩ শিক্ষক
- by janatar kalam
- 2021-09-13
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this