2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

৫দফা দাবি নিয়ে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা 105 টাকার থেকে 176 টাকা মজুরি করা গ্রেচুয়েটি সমস্ত বকেয়া টাকা একসাথে মিশিয়ে দেওয়া দুর্গা পুজোর15 দিন আগে 20 শতাংশ বোনাস ন্যূনতম প্রদান করা সহ 5 দফা দাবি নিয়ে শ্রমদপ্তর এর কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরার টি ওয়ার্কার্স ইউনিয়ন। এইদিনের ডেপুটেশন পর্বে উপস্থিত ছিলেন ত্রিপুরার টি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কানু ঘোষ, প্রাক্তন মন্ত্রী তথা বিরোধী দলের বিধায়ক তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। ত্রিপুরা রাজ্যের চা শিল্পের বিকাশ দিনদিন ভালোর দিকে এগিয়ে গেল কিন্তু তার শ্রমিকরা তাদের মজুরি থেকে প্রতিনিয়ত বঞ্চিত থাকছেন পাশাপাশি অন্যান্য রাজ্যের তুলনায়ও ত্রিপুরা রাজ্যে চা শ্রমিকদের কে কম মজুরি দেয়া হয় যা অন্যান্য রাজ্যের তুলনায়ও অনেক কম। বিগত বাম আমলে যে জায়গায় চা শ্রমিকদের মজুরি 176 টাকা ধার্য করা ছিল কিন্তু বর্তমান সরকারের সময়ে 105 টাকা মজুরি দেয়া হচ্ছে কিন্তু তারপরও তারা অন্যান্য সুবিধা গুলো সঠিক হতে পারছেন না। রাজ্যের চা শ্রমিকরা তারা চা বাগানে বাঁশ ও ছনের ঘড়ের মধ্যে থেকে দিন কাটাতে হচ্ছে বর্ষার মৌসুমে যেকোনো সময় তাদের ঘর ভেঙ্গে যেতে পারে তাই তাদেরকে সঠিক মত ঘর নির্মাণের ব্যবস্থা করে দেওয়ার দাবি রাখেন ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন চক্রবর্তী চা শ্রমিকদের দাবি গুলো রাজ্য সরকার যেন অতি দ্রুত পূরণ করেন তাহলে চা শ্রমিকরা তাদের সমস্যা থেকে কিছুটা হলেও রেহায় পাবে বলে মন্তব্য করেন।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service