বৃহস্পতিবার রাজ্য সরকারের উদ্দেশে চাকরি পুনর্বহালের আবেদন নিয়ে পৌরসভার দ্বারস্ত হল পৌর ছাঁটাই কর্মচারীরা। উল্লেখ্য ৩০-১১-১৯৯২ সালে ৩৮৭জন সাধারণ বেকারকে আগরতলা পৌরসভায় স্থির বেতনে চাকরি দেওয়া হয় কিন্তু পরবর্তী সময় ২০-০৩-১৯৯৩ সালে তাদেরকে বেআইনি ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তৎকালীন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী দশরথ দেববর্মন ২০০ জনকে চাকরিতে পূণ নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বছরের উপর বছর চলে গেলেও তাদের নিয়োগ নিয়ে কোন রকম উদ্যোগ দেখা গেলোনা তৎকালীন রাজ্য সরকারের। তাই বাম সরকারকে ত্রিপুরা থেকে ছেটেফেলার লক্ষে বর্তমান ভারতীয় জনতাপার্টির তৃণমূল স্তরে কাজ করে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসে তাই বর্তমান সরকারের কাছে তাদের আবেদন তাদেরকে যেন পুনর্বহাল দিয়ে ২৫ বছরের দুর্বিসহ জীবন থেকে মুক্তি দেওয়া হয় ।
janatar kalam Blog রাজ্য ১৯৯৩ সালে চাকুরী থেকে বরখাস্ত হওয়া পৌর ছাঁটাই কর্মীরা তাদের দীর্ঘ ২৫বছরের দুর্বিসহ জীবন থেকে মুক্তির দাবিতে রাজ্য সরকারের দ্বারস্থ হলেন
Leave feedback about this