2024-11-17
agartala,tripura
রাজ্য

৩৩শতাংশ মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট গণস্বাক্ষর অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রবিবার আগরতলার কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোডস্থিত বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনে সংসদে ৩৩শতাংশ মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট গণস্বাক্ষর অভিযান কর্মসূচি সূচনা এবং সংসদে বিলটি উত্থাপনরে ২৫’বছর পূর্তি পালন করা হয় ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের (NFIW) উদ্যোগে | বিগত 25 বছর আগে মহিলাদের 33 শতাংশ সংরক্ষণ বিল সংসদে পাস করানোর জন্য আবেদন জানিয়ে আসছিলেন সংসদ সংরক্ষণ বিল এর কোন সংশোধনী এখনো পর্যন্ত করেননি তাই মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানোর জন্য উদ্যোগ নেয়া হয় এদিন সংবাদমাধ্যমের কাছে বলতে গিয়ে এন এফ আই ডব্লিউ সাধারণ সম্পাদিকা জানান মহিলাদের 33 শতাংশ সংরক্ষণ বিল এর জন্য বিগত 25 বছর ধরে সংসদে আবেদন জানিয়ে আসছেন, কেননা বর্তমান সময়ে মহিলারা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন তাতে করে 33 শতাংশ মহিলা সংরক্ষণ বিল অত্যন্ত প্রয়োজনীয় বলে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service