জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :-
“শিক্ষা দপ্তর হায় হায়
হায় হায় হায় হায়
পুলিশ প্রশাসন হায় হায়
হায় হায় হায় হায়”— এইবার খোঁদ রাজ্যের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধী স্লোগান তুললো শাসক দল বিজেপি’র ছাত্র সংগঠন “ABVP” তথা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । যা নিয়ে রীতিমতো হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বুদ্ধিজীবি মহল জুড়ে । ঘটনা প্রকাশ্যে দিন দুপুরে তেলিয়ামুড়া শহরের রাজপথে । ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ফের একবার “DL ED” পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে রাজধানী আগরতলার শিক্ষাদপ্তর ঘেরাও করে ছাত্র সংগঠন “ABVP” সহ “DL ED”-র সকল ছাত্র ছাত্রীরা । তাদের মূলত একটাই দাবি ছিল যে অতিসত্বর যেন “DL ED”-র সকল ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় অনলাইনে । কিন্তু শিক্ষা দপ্তর থেকে গতকাল দিনভর কোন রকম সদুত্তর না পেয়ে অবশেষে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নগর ইউনিট ও “DL ED”-র সকল ছাত্র ছাত্রীরা শিক্ষা দপ্তরের সামনে ঘেরাও করে বসে থাকে ও শিক্ষাভবন অবরোধ করে । এরই পরিপ্রেক্ষিতে গতকাল মোতায়েন করা হয় শিক্ষাদপ্তরের সামনে প্রচুর পুলিশ ও “TSR” বাহিনী । কিন্তু দিন ঘনিয়ে যখন রাত আসতে শুরু হলো ঠিক তখনই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে অবরোধ মুক্ত করার জন্য বললে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পুলিশের কথায় কোন রকম কর্ণপাত করে নি । আর এরপরেই শিক্ষাদপ্তর অবরোধ মুক্ত করতে আগরতলা মহকুমা পুলিশ আধিকারিক রমেশ যাদবের নেতৃত্বে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সকল সদস্য ও “DL ED”-র অবরোধকারীর ছাত্র-ছাত্রীদের উপর আচমকা নির্মমভাবে প্রকাশ্যে রাস্তার মধ্যে লাঠিচার্জ শুরু হয় । পুলিশের এই বর্বরোচিত লাঠি চার্জে কয়েকজন ছাত্র ছাত্রী বেশ গুরুতর আহত অবস্থায় রাজধানীর “IGM” হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । আর আজ বুধবার দুপুর আনুমানিক ২ টা নাগাদ পুলিশের এইরকম অহেতুক কর্মকাণ্ডের বিরুদ্ধে ও পুলিশের উপযুক্ত শাস্তির বিরুদ্ধে তেলিয়ামুড়ার ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নগর ইউনিটের উদ্যোগে সকল ছাত্র ছাত্রীরা মিলে তেলিয়ামুড়া শহরের রাজপথ কাঁপিয়ে পুলিশের বিরুদ্ধে এক বিক্ষোভ রেলি সংগঠিত করে । পরবর্তীতে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র-ছাত্রীরা একত্রে তেলিয়ামুড়া থানা ঘেরাও করে । যদিও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়া তেলিয়ামুড়া শহরে পূর্ব থেকেই মোতায়েন করে রেখেছে প্রচুর “CRPF” বাহিনী । পাশাপাশি তেলিয়ামুড়া থানা চত্বর জুড়েও মোতায়েন করা হয়েছে প্রচুর “TSR” ও “CRPF” বাহিনী ।।
রাজ্য
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র-ছাত্রীদের তেলিয়ামুড়া থানা ঘেরাও
- by janatar kalam
- 2021-09-08
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this