2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

তথ্য সংস্কৃতি দপ্তরকে শ্রেষ্ঠ দপ্তরে রূপায়ন করার লক্ষে কাজ করবে সরকার – সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য সংস্কৃতি দপ্তর ও সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ কালচারের কমপ্লেক্স এর উদ্যোগে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের সাধারণ মানুষকে সংস্কৃতি মনোভাবাপন্ন কিভাবে করা যায় এবং রাজ্যের সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ রেখে তথ্য পরিবেশন করাই হল তথ্য সংস্কৃতি দপ্তরের মূল লক্ষ। তাছাড়া এদিন তিনি আরো বলেন গতকালের পর আজ তথ্য সংস্কৃতি দপ্তরের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীদিনে তথ্য সংস্কৃতি দপ্তরকে শ্রেষ্ঠ দপ্তর হিসাবে রূপায়ণ করার জন্য দপ্তরের আধিকারিক এবং সদস্যদের সাথে আলোচনায় বসবেন বলে অভিমত প্রকাশ করেন তিনি। এদিনের অনুষ্ঠানে সংস্কৃতি প্রিয় ও দপ্তরের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service