রাজ্যের অনেক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে । চা শ্রমিকরা সময়মতো মজদুরি পাচ্ছেন না । এরই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের পক্ষ থেকে ২বার চিঠি দেওয়া হয়েছিল লেবার কমিশনার এস বি নাথের কাছে বিষয়টিকে খতিয়ে দেখার জন্য । কিন্তু ২ বার চিঠি পাঠানোর পরেও কোন সদউত্তর না পাওয়ায় লেবার কমিশনারের নিকট ডেপুটেশনে হাজির হয় ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের কর্মকর্তারা, উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি বীরজিৎ সিনহাও । তিনি এদিন লেবার কমিশনার কে একহাত নিয়ে বলেন জানতে এসেছেন যে উনি কি লেবার কমিশন নাকি মালিক কমিশন।
janatar kalam Blog রাজ্য চা শ্রমিকদের স্বার্থে লেবার কমিশনারের নিকট ডেপুটেশন দিল ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন
Leave feedback about this