জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত করার জন্য স্বচ্ছ মানসিকতার এবং ভালো কর্মীর প্রয়োজন যে কর্মী জনগণের কাজে প্রতিনিয়ত থাকবেন। দেশে মোদি সরকার ও রাজ্য বিজেপি সরকার রাজ্যের মানুষ অনেক কিছু আশা করেছিলেন রাজ্যে বিজেপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করবে কিন্তু আদতে সাড়ে তিন বছরের রাজ্যের মানুষ বুঝে গিয়েছে এই সরকারের পরিবর্তন দরকার তাই আগামী 23 শে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে বলে জানান তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। মঙ্গলবার গোমতী জেলার অমরপুরের মঙ্গলচণ্ডী মন্দিরে পূজা দেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী জয়া দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। গোমতী জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী বিশ্বজিৎ দাসের বাড়িতে বৈঠক তারপরে সেখানে দলীয় যোগদান সভা করা হবে এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব জানান পূর্বের বক্তব্য অনুযায়ী গ্রামে পাহাড়ে ঘুরে ঘুরে দলীয় কর্মী সমর্থকদের সাথে সাক্ষাৎ করা এবং তাদের কাছ থেকে সুবিধা অসুবিধা চাওয়া পাওনা কি রয়েছে তা জেনে নেওয়া তার উদ্দেশ্যে আজ গোমতী জেলার অমরপুরের আসা। 2023 সালের বিধানসভা নির্বাচন আরো বছর বাকি থাকলেও তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে যেভাবে তাদের কর্মসূচি পালন করে চলছেন তাতে করে রাজ্যের শাসক দলকে চিন্তায় ফেলে দিচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল।
রাজ্য
গোমতি জেলার কর্মী-সমর্থকদের সাথে সাক্ষাতের জন্য অমর পুরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব
- by janatar kalam
- 2021-09-07
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this