2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গভীর জঙ্গল থেকে মৃত ব্যক্তির কংঙ্কাল উদ্ধার

জনতার কলম ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের একবার এক ব্যক্তির কঙ্কালসার মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য পরিস্থিতি বিরাজ করছে । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুই তাম্পুই এলাকার সড়ক থেকে ৬ কিমি দূরে গভীর জঙ্গলে । ঘটনাস্থলে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব সহ বিশাল পুলিশ ও “TSR” বাহিনী । এছাড়াও ঘটনাস্থলে ছুটে আসেন আগরতলার থেকে ফরেন্সিক টিম সহ তেলিয়ামুড়া হাসপাতাল থেকে স্বাস্থ্য আধিকারিকের একটি বিশেষ টিম । ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭-ই আগস্ট নিজ বাড়ির মধ্যে থেকেই হঠাৎ নিজের ছোট ছেলে সুখ সাধন জমাতিয়া ও জন্মদাতা পিতা জওহরলাল জমাতিয়ার মধ্যে তুমুল ঝগড়া বাঁধে । আর এই ঝগড়ার কিছু সময়ের মধ্যেই নিখোঁজ হয়ে যায় জন্মদাতা পিতা জওহরলাল জমাতিয়া নামে ওই ব্যক্তি । বয়স আনুমানিক ৬০ বছর । এরপর পুরো গ্রামবাসীরা মিলে দফায় দফায় জোর কদমে অনেক খোঁজাখোজি করেও যখন জওহরলাল জমাতিয়ার কোন রকম হদিশ মেলে নি তখন বিগত ৩১-শে আগস্ট জওহরলাল জমাতিয়ার স্ত্রী তেলিয়ামুড়া থানায় এসে তাঁর নিজের ছোট ছেলে সুখ সাধন জমাতিয়া তাঁর পিতাকে অপহরণ করেছে বলে একটি নিখোঁজ ডায়েরি করে । পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ উক্ত ঘটনার জের ধরে একটি অপহরণ জনিত মামলা হাতে নিয়ে যার নম্বর ১০৮ ও ৩৬৫ নং ধারায় মামলা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছিল । কিন্তু সেইদিনের পর থেকে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ ও “TSR” বাহিনী দফায় দফায় তেলিয়ামুড়া থানাধীন তুই তাম্পুই এলাকায় “DOG SCOURD”কে সাথে নিয়ে গিয়ে অভিযান চালিয়েও কোন রকম হদিশ বার করতে পারে নি নিখোঁজ হওয়া জওহরলাল জমাতিয়ার । উল্লেখ্য, এইদিকে আজ সোমবার তুই তাম্পুই এলাকার গিরী জনজাতিরা জওহরলাল জমাতিয়ার এই অপহরণের ঘটনার জের ধরে আবার যখন খোঁজাখোঁজি শুরু করে তখন স্থানীয়রা হঠাৎ সকালে বাড়ির পাশের গভীর জঙ্গল থেকে পচা দুর্গন্ধে এগিয়ে গিয়ে দেখতে পায় লাঠি সমেত একটি কঙ্কালসার দেহ একটি কুয়োর গর্তে পড়ে আছে । সঙ্গে সঙ্গেই সকল জনজাতিরা দৌড়ে ছুটে এসে এই ঘটনা প্রত্যক্ষ করে তড়িঘরি করে খবর দেয় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলের গভীর জঙ্গলে গিয়ে এই কঙ্কালসার মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে । এইদিকে আজকের এই ঘটনার জের ধরে তেলিয়ামুড়া মহকুমার গোটা তুই তাম্পুই এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে । যদিও এইদিকে আজকে স্থানীয়রা জওহরলাল জমাতিয়ার এই কঙ্কালসার মৃতদেহ গভীর জঙ্গলে উদ্ধারের ঘটনায় মূলঃ অভিযুক্ত ছোট ছেলে সুখ সাধন জমাতিয়ার দিকেই বরাবরের মতো আঙ্গুল তুলেছেন পরিবার সহ গ্রামের সকল জনজাতিরা । মূলতঃ কিছুদিন পূর্বে এককথায় বলতে গেলে নিজ ছেলে কর্তৃকই জন্মদাতা পিতাকে অপহরণের অভিযোগ উঠল পুত্রের বিরুদ্ধে । উল্লেখ্য, গত ১৭-ই আগস্ট তুই তাম্পুই জনজাতি এলাকার জওহরলাল জমাতিয়া ও তাঁর নিজের ছোট ছেলের মধ্যে বাড়িতে তুমুল ঝগড়া বাঁধার দিনে যদিও মৃত জওহরলাল জমাতিয়ার স্ত্রী নিজ বাড়িতে ছিলেন না । কোন এক কাজে স্ত্রী আগরতলা খয়েরপুরের এক আত্মীয়ের বাড়িতে থাকায় এই ঘটনাটি সম্পর্কে মূলতঃ সেইদিন অবগত ছিলেন না বললেই চলে । কিন্তু পরদিন যখন স্ত্রী তুই তাম্পুই এলাকার নিজ বাড়িতে এসে সমস্ত কিছু ঘটনা উপলব্ধি করতে পারেন এবং সেই সাথে উপলব্ধি করেন যে উনার স্বামী জওহরলাল জমাতিয়ার নিখোঁজের পাশাপাশি ওনার পুত্র সুখ সাধন জমাতিয়াও আজ পর্যন্ত নিখোঁজ । যদিও তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা মূল অভিযুক্তকে জালে তোলার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে । এখন দেখার বিষয় মূলতঃ এই ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা মূল অভিযুক্তকে আদৌও জালে তুলতে পারে কি না । আজকের এই উক্ত ঘটনায় আজ তেলিয়ামুড়া সহ গোটা তুই তাম্পুই এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে ।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service