2024-12-18
agartala,tripura
রাজ্য

জনস্বার্থে সূচনা হলো মুখ্যমন্ত্রী হেলপ্লাইন পরিষেবার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জনকল্যানে সমস্ত পরিষেবার সুযোগ প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছেদিতে সরকার অঙ্গীকারবদ্ধ। রাজ্য সরকারের সঙ্গে নাগরিকদের আরও নিবিড় সম্পর্ক তৈরীর লক্ষ্যে আজ থেকে রাজ্যব্যাপী সিএম হেল্প লাইন নম্বর ১৯০৫ -র সূচনা করা হয়েছে রাজধানী আগরতলা আই টি ভবনে। রাজ্যের যেকোনো প্রান্ত থেকে এই নম্বরে ফোন করে জনগন নিজেদের অভিমত জানানোর পাশাপাশি বিভিন্ন পরিষেবা সম্পর্কে জানার সুযোগ থাকবে। কোভিড পরিস্থিতিজনিত কারনে রাজ্যব্যাপী মুখ্যমন্ত্রী জনতার দরবার কর্মসূচি স্থগিত রাখার ফলে, এই হেল্পলাইন নম্বরে ফোন করে সাধারণ মানুষের মূল্যবান অভিমত বা পরামর্শ মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছানো যাবে। এই পরিষেবা প্রাথমিক ভাবে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চালু থাকবে। শীঘ্রই এই পরিষেবা দিবারাত্রি ২৪ ঘন্টা চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে। স্বচ্ছতার সঙ্গে নাগরিক পরিষেবা প্রদানে সরকার কাজ করছে। এদিন মুখ্যমন্ত্রী আমার বিশ্বাস এই পরিষেবার ফলে ঘরে বসেই বিভিন্ন পরামর্শ ও পরিষেবার সুযোগ বৃদ্ধির ফলে নাগরিকদের সহায়তা হবে। রাজ্যের নাগরিকদের মূল্যবান পরামর্শ আমাদের চলার পথকে আরও সমৃদ্ধ করবে বলে অভিমত ব্যাক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service