জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার আগরতলা ত্রিপুরার জুটমিল কর্মচারী হায়ার পেনশনের অর্জিত অধিকার রক্ষার গণআন্দোলনের অঙ্গ হিসাবে গেইট সভা করা হয় এবং এই সভায় সব কর্মচারীদের এগিয়ে আসার আহ্বান জানান । এদিন ১৯৯৬ সাল থেকে জুট মিল শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সহ 5/7 টি মামলার রায়কে উপেক্ষা করে রাজ্য সরকার কর্তৃক আপিলকৃত মামলা প্রত্যাহার করে নেওয়ার জোরালো দাবি তোলা হয়, অনাহুত কাল বিলম্ব করার ব্যর্থ অপপ্রয়াস ছেড়ে দিয়ে পরবর্তী মামলার রায় কে সম্মান জানিয়ে অনতি বিলম্বে প্রাপ্য মিটিয়ে দেওয়ার আর্জি রাখা হয়। প্রভিডেন্ট ফান্ড আগরতলা কমিশনের ঘোষিত আদেশে প্রাপ্ত অধিকার অনুকূলে সিলিং বিহীন পুন পেনশন যথারীতি বহাল করা, শ্রমিক কর্মচারী ও পেনশনারদের বঞ্চিত করার উদ্দেশ্য ত্রিপুরা উচ্চ আদালতের বেঞ্চ রাজ্য সরকার কর্তৃক দায়েরকৃত শ্রমিক কর্মচারী ও পেনশনারদের স্বার্থের পরিপন্থী আপিল করা মামলা প্রত্যাহার করা। এহেন উদ্দেশ্যপ্রণোদিত নির্মম নিষ্ঠুর এবং অন্যায় অবিচার প্রসূত অবস্থান বদল করে সেসব ত্রুটি-বিচ্যুতি সংশোধনের দাবিতে যৌথ আন্দোলন কমিটি আগামী 10 সেপ্টেম্বর বেলা 12 ঘটিকায় আগরতলা ভোলাগীরি স্থিত ক্ষেত্রেিয় প্রভিডেন্ট ফান্ড প্রধান কার্যালয়ের সামনে দুই ঘণ্টার গণঅবস্থান সংঘটিত করবেন বলে জানান জুটমিল পেনশনার কনভেনার বাইট পেনশনারদের অর্জিত অধিকার রক্ষার্থে আগামী দিনের আন্দোলন চালিয়ে যাবে বলে জানান।
রাজ্য
ত্রিপুরা জুটমিল শ্রমিক কর্মচারীরা ডাই ইন হারনেস ও পেনশনারসমূহের আহ্বানে জুট মিলের সামনে বিক্ষোভ প্রদর্শন
- by janatar kalam
- 2021-09-04
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this