2024-12-19
agartala,tripura
রাজ্য

নতুন দুটি দপ্তরের দায়িত্ব পেলেন রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গতকাল রাজ্যের মন্ত্রীসভা সম্প্রসারিত করা হয়েছে মন্ত্রিসভায় তিনজনকে নতুনভাবে মন্ত্রিত্ব পদ দেওয়া এবং পুরনো মন্ত্রীদেরকে বেশকিছু দপ্তর বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবকেও দুটি দপ্তর এর দায়িত্ব দেওয়া হয়েছে যা শিল্প ও বানিজ্য দপ্তর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মনোজ কান্তি দেব বলেন নতুন দুটি দপ্তরের প্রতি ওয়াকিবহাল নয় দুটি দপ্তরের বিষয়ে অবগত হয়ে রাজ্যবাসী স্বার্থে কাজ করে যাবেন। তাছাড়া রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে নতুন করে 408 টি নতুন রেশন শপ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সেই অনুযায়ী কাজ ও শুরু হয়ে গিয়েছিল কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু মহিলা সশক্তিকরণে জোর দিচ্ছে তাই সেই রেশন শপগুলি মহিলাদের নামে করার নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী দপ্তরকেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service