2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বৃদ্ধা মাকে দাও দিয়ে কুপিয়ে আহত করলেন এক যুবক

জনতার কলম, ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :-বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে আহত করলেন মদমত্ত যুবক নিতাই দেবনাথ। ঘটনা বিশ্রামগঞ্জ থানা অন্তগত বালুয়াছড়ী এলাকায়। বৃদ্ধা সুরাবালা দেবনাথ দীর্ঘদিন যাবত বিছানায় শয্যাশায়ী মঙ্গলবার বাড়ির লোকের অনুপস্থিতিতে মদমত্ত পুত্র গর্ভধারিনী মাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন বুধবার সকাল বেলায় পরিবারের লোক বাড়িতে এসে দেখেন বৃন্দাবন হাত দা দিয়ে কুপিয়ে রেখেছেন মদমত্ত পুত্র নিতাই দেবনাথ এলাকাবাসীর দুটো খবর দেন বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরে সেখান থেকে দ্রুত কর্মীরা ছুটে এসে আহত সুরোবালা দেবনাথকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে এলাকাবাসী উত্তেজিত হয়ে মদমত্ত যুবককে উত্তম-মাধ্যম দেন এবং বিশ্রামগঞ্জ থানায় খবর পাঠান সেখান থেকে পুলিশ দ্রুত ছুটে গিয়ে মদমত্ত যুবক নিতাই দেবনাথ কে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসেন। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service