জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিত্ব পেলেন রাজ্য সরকারের 3 জন বিধায়ক। মঙ্গলবার রাজভবনে শপথ নিলেন নতুন মন্ত্রিত্ব পাওয়া তিনজন বিধায়ক সুশান্ত চৌধুরী, রামপ্রসাদ পাল, এবং ভগবান দাস। এদিন শপথগ্রহণ সমারোহে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য বিধানসভার শাসক দলের সদস্যরা এবং দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা। এদিন মুখোমুখি হয়ে সদ্য নেতৃত্ব পাওয়া বিধায়ক রামপসাদ পাল বলেন রাজ্য সরকার যে দায়িত্ব দিয়েছেন তা সমগ্র ত্রিপুরাবাসির স্বার্থে নিজ দায়িত্ব পালনে 100% দেবেন, তাছাড়া এদিন বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মানুষের সরকারের প্রতি অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে কিন্তু তা একসাথে পালন করা মুশকিল তা সত্ত্বেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর দল আজ যে দায়িত্ব দিয়েছেন তা পালন করতে উদ্যোগী ভূমিকা নেবেন বলে জানান কেননা বর্তমান যুবসমাজ সরকারের সাথে রয়েছে বলে বিশ্বাস করেন। পাশাপাশি এদিন বিধায়ক ভগবান দাসও নিজ অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন দল যে দায়িত্ব দিয়েছেন এতদিন তা পালন করে গিয়েছেন এখন দল যে গুরু দায়িত্ব দিয়েছেন তা পালনেও 100% দেবেন বলে জানিয়েছেন।
রাজ্য
শপথ নিলেন রাজ্য মন্ত্রিসভার নতুন তিন সদস্য, আরো জানতে বিস্তারিত পড়ুন
- by janatar kalam
- 2021-08-31
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this