জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার সিআই টি ইউর পক্ষ থেকে 10 দফা দাবি নিয়ে আগরতলা মেলার মাঠ অফিসের সামনে থেকে এক বিশাল মিছিল বের করে আগরতলা রাজপথ কাঁপিয়ে ডেপুটেশন প্রদান করেন শ্রমদপ্তর এর কমিশনারের নিকট। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সি আই টি ইউ সি সভাপতি মানিক দে বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। 2014 সালের লোকসভা নির্বাচনের আগে দেশের নরেন্দ্র মোদি সরকার দেশের জনগণের স্বার্থে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি এখনো পর্যন্ত রক্ষা করেন নি তারপরে 2019 সালের লোকসভা নির্বাচনেও দেশের সরকার গরিবদের শ্রমজীবী অংশের মানুষদের খেটে খাওয়া মানুষদের প্রতি বঞ্চনা করেছেন যার ফলস্বরূপ দেশ ও রাজ্যের জনগণ খাদ্য সংকট থেকে শুরু করে কাজের অভাব এ ভুগছেন কিন্তু দেশের সরকার সে প্রতিশ্রুতি রক্ষা না করে জনগণের উপর আরো আঘাত আনতে চলেছে তাই এই সরকারকে জনদরদি সরকার বলা সঠিক নয়। রাজ্যের খেটে খাওয়া চা শ্রমিক অটোরিকশা শ্রমিক দিনমজুর কাজু ও খাদ্যের অভাবে ভুগছেন যার কারণে সাধারণ জনগণ থেকে শুরু করে অন্যান্য অংশের মানুষ ও সমস্যা পরে রয়েছেন। 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি ধারেকাছে পর্যন্ত জনগণের জন্য কিছুই করেননি শুধুমাত্র ভোটের জন্য জনগণকে বিভ্রান্ত করেছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের মানুষ যে অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের রাজ্যের সরকার কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কোনরকম উদ্যোগ নিচ্ছেন না বলে বক্তব্য তুলে ধরেন বিরোধী দলনেতা মানিক সরকার তিনি বলেন রাজ্যের মানুষদের জন্য সরকার কোনরকম ব্যবস্থা গ্রহণ করছেন না তাই জনগণ আরো বেশি করে একত্রিত হয়ে এইসবের প্রতিবাদ করা দরকার বলে তিনি ওনার বক্তব্য তুলে ধরেন।
রাজ্য
10 দফা দাবি নিয়ে শ্রমদপ্তর এর কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান সি আই টি ইউর
- by janatar kalam
- 2021-08-31
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this