2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আমরা যেন বলতে পারি শিক্ষক দিবসের দিনে রাজ্য সরকার শিক্ষকদের উপহার দিয়েছে – সর্ব শিক্ষা শিক্ষকগন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাননীয় উচ্চ আদালত আগস্ট মাসের ২২ তারিখের মধ্যে সমস্ত সর্ব শিক্ষার শিক্ষকদের রেগুলার করার আদেশ দিয়েছিলেন কিন্তু উচ্চ আদালতের রায়ের পরেও রাজ্য সরকারের কোন ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করতে না পেরে সমস্ত জেলার সর্ব শিক্ষার শিক্ষকরা আগামী কর্মসূচি নিয়ে একটি বৈঠকে মিলিত হন। এদিন এক সর্বশিক্ষার শিক্ষক সংবাদ মাধ্যমকে জানান এদিন বৈঠকের মূল উদ্দেশ্য হল রেগুলাইজেশন যার নির্দেশ উচ্চ আদালত রাজ্য সরকারকে দিয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে বলে। তাছাড়া এদিন তিনি বলেন আগামী ৫ই সেপ্টেম্বর রাজ্য সরকার যেন সমস্ত শিক্ষকদের রেগুলার করে দেওয়া হয়েছে বলে যেন ঘোষণা দেন এবং এরা যেন বলতে পারেন যে শিক্ষক দিবসের দিনে রাজ্যের শিক্ষক সমাজকে রাজ্য সরকার উপহার দিয়েছেন বলে। এদিনের বৈঠকে শিক্ষকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service