রাজ্য সরকারের ২ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর রবীন্দ্র ভবন হলে আয়োজিত হয় এক অনুষ্ঠানের।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , প্রদেশ বিজেপি সভাপতি মানিক সাহা , বিধায়ক সুরজিৎ দত্ত , বিধায়ক রতন চক্রবর্তীসহ অন্যান্য নেতৃত্বরা।এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন,বিগত ২৫ বছর রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার ছিল । এডিসিতে ও ছিল এবং বিধানসভাতেও ছিল তবু কেন রাজ্যের জনজাতির উন্নতি হয়নি । অথচ বিজেপি সরকার গঠন হওয়ার পর রাজ্যের জনজাতি তথা রিয়াং শরণার্থীদের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দসহ তাদের স্থায়ীভাবে থাকার সমস্যাও দূর করেছে ২৪ মাসের এই সরকার । ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদির পার্টি , জনগনের পার্টি এই পার্টি ক্ষমতায় আসার পর এই পার্টির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখনো কেউ তুলে ধরতে পারেনি । পাশাপাশি তিনি আরো বলেন রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকার সময় রাজ্যে বিধায়ককে হত্যা করার পর ও আসামি ধরা পরে না কিন্তু এই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর এই ২৪ মাসে অনেক আসামিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং যোগ্য সাজা ভোগ করিয়েছে ।
janatar kalam Blog রাজ্য আপনাদের যারা নিরাশ করছে তাদেরকে এই রাজ্য থেকে নিরাশ করে দিন : বিপ্লব কুমার দেব
Leave feedback about this