জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং স্থিত আসাম আগরতলা জাতীয় সড়কে । সড়ক দুর্ঘটনা যেন কোনমতেই পিছু ছাড়তে চাইছে না । প্রতিদিনই তেলিয়ামুড়া শহরের বুকে কোথাও-না-কোথাও ছোট-বড়ো সড়ক দুর্ঘটনার কবলে আহত বা নিহতের খবর রয়েছেই গোটা সংবাদ শিরোনামে । যান দুর্ঘটনা আজ বরাবরের মতোই নিত্যদিনের সাথী হয়ে দাঁড়িয়েছে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে । উল্লেখ্য, তেলিয়ামুড়া থানাধীন পেট্রোল পাম্প সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের মধ্যে একটি বাইক ও একটি পণ্যবাহী “SML” ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । সূত্রে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত ওই বাইক আরোহীর নাম দীপক দেবনাথ, বাবার নাম দিলীপ দেবনাথ, বাড়ী তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায় । ঘটনার বিবরনে জানা যায়, আজ রবিবার দুপুর আনুমানিক ৩ টা নাগাদ তেলিয়ামুড়া থেকে দীপক দেবনাথ নামে এক যুবক তাঁর বাইক, যার নম্বর TR-01 N 7812 নিয়ে তুইসিন্দ্রাই মুখী হয়ে যাচ্ছিল ; আর ঠিক এমন সময়েই আগরতলা থেকে মাল বুঝাই একটি পণ্যবাহী “SML” ট্রাক গাড়ি যার নম্বর TR01 AB 1870 তীব্র গতিতে তেলিয়ামুড়ার দিকে আসছিল । কিন্তু দুর্ভাগ্যবশত তেলিয়ামুড়ার করইলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আসতেই আসাম আগরতলা জাতীয় সড়কের মধ্যেই এই বাইক আরোহী ও পণ্যবাহী “SML” ট্রাক গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে । এই মুখোমুখি সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে যায় বাইক আরোহী দীপক দেবনাথ (৩৫) । তীব্র বিকট শব্দে দৌড়ে ছুটে আসেন স্থানীয় সাধারণ জনগণ । খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার দমকল বাহিনীর কর্মীদের । খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত বাইক আরোহী দীপক দেবনাথকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাইক আরোহী দীপক দেবনাথ । এইদিকে প্রতিনিয়তই তেলিয়ামুড়া মহকুমা জুড়ে সড়ক দুর্ঘটনা জনিত ঘটনাকে কেন্দ্র করে মূলতঃ তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশ প্রশাসন ব্যবস্থাকে নিয়েও রীতিমতো ক্ষোভ সৃষ্টি হয়েছে বুদ্ধিজীবি মহল জুড়ে ।।
রাজ্য
পণ্যবাহী ট্রাকের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বাইক আরোহী
- by janatar kalam
- 2021-08-29
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this