জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পাড়ার রাস্তায় দ্রুতবেগে যানবাহন চালানো নিষেধ করায় পাড়ায় হট্টগোল বেঁধে যায়। জানা যায় গতকাল রাত 10:30 নাগাদ ত্রিপুরা পঞ্চায়েতে ডলুরা পাড়া এলাকায়, এলাকার যুবকরা আড্ডা দেওয়ার সময় রিপন নামক একটি ছেলে গাড়ি নিয়ে দ্রুত বেগে যায় তখন তাকে ডেকে দ্রুতবেগে গাড়ি চালানোতে বাধা দেওয়ায় সে ওই ব্যক্তির উপর চড়াও হয়ে যায় এবং আশপাশে ঘটনাস্থলে যে যুবকরা উপস্থিত ছিল এরা বুঝানোর চেষ্টা করলে সে কোনমতে বুঝতে নারাজ বরংচ সে তাদের উপরও চড়াও হয়ে ওঠে, এবং হেনস্তা করা হয় এলাকার মহিলাদেরও। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ এলাকার লোকজনেরা সংবাদমাধ্যমকে ডেকে এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডলুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন রিপন বর্মন একটি বকাটে ছেলে এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত রকম কাজকর্মে বাধা প্রদান করেন এবং তার জন্য পঞ্চায়েতের কোনো উন্নয়নমূলক কাজ করা যায় না বলে মন্তব্য করেন। এদিকে রিপন বর্মন এর দ্বারা আক্রমণের শিকার হওয়া মহিলা বলেন ওকে এই রাস্তা দিয়ে দ্রুত বেগে গাড়ি চালিয়ে যেতে বাধা দান করতেই সে পাড়ার ছেলেদের উপর আক্রমণ করেও তাকে বাধা দিতে তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তার উপরও আক্রমণ করা হয় বলে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।
রাজ্য
পাড়ার রাস্তায় দ্রুত বেগে গাড়ি চালানোই মানা করাতে গুন্ডগোল বাধে ডলুরা পাড়ায়
- by janatar kalam
- 2021-08-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this